• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ 
ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ 

লক্ষ্মীপুর প্রতিনিধি: গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল) জোহরের নামাজ শেষে লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা জামায়াত। পরে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।.

 .

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির এড. নজির আহমদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, এড. মহসিন কবির মুরাদ, জেলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির এড. আবুল ফারাহ নিশান প্রমুখ।.

 .

এরআগে সকাল ০৯ টা থেকে শহরের বিভিন্ন এলাকায় তৌহিদ জনতা, হেফাজতে ইসলামী, ইসলামী যুব আন্দোলনসহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়।.

অবরোধ করে বিক্ষুব্ধ জনতা কয়েক ঘন্টা অবস্থান নেয়ায় শহরের দক্ষিণ তেমুহনী উত্তর তেমুহনী সহ ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে তীব্র যানজট দেখা যায়। এতে প্রায় ৪ ঘন্টা ধরে অচল হয়ে পড়ে শহর। .

এসময় 'বেঞ্জামিন নেতানিয়াহুর দুই গালে- জুতা মার তালে তালে' সহ বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন। এসময় নারী শিক্ষার্থীরাও স্লোগান নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ